সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবির আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল ১১টা থেকে আবারও আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। সেই সাথে দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাস বর্জনের আহ্বানও জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোমিন হোসেন জানান, এতদিন যে কমিটির নেতৃত্বে আন্দোলন চলছিল তারা আন্দোলন স্থগিত করার নিদ্ধান্ত নিয়েছে। অথচ সাধারণ শিক্ষার্থীর দাবি এখনো আদায় হয়নি। সে কারণে ওই কমিটিকে আমরা 'অবাঞ্ছিত' ঘোষণা করেছি। আমরা সাধারণ শিক্ষাথীরা আন্দোলন চালিয়ে যেতে চাই। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। আন্দোলন পরিচালনার জন্য আগামীকাল নতুন কমিটি ঘোষণা করা হবে।
বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী উম্মে কুলসুম কনি জানান, আগামীকালকেও আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস বর্জনের সিদ্ধান্ত নিয়েছি। দেশের সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেন ক্লাস বর্জন করে আন্দোলন চালিয়ে যায় সে আহ্বান জানানো হচ্ছে। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন কোনো ভাবেই বন্ধ করা যাবে না।
এদিকে, নতুন করে আন্দোলনকে বেগবান করতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন ধরনের স্ট্যাটাস দিচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এজন্য তারা নতুন নতুন ফেসবুক গ্রুপ ও পেজ খুলছে। সেই পেজ ও গ্রুপগুলোর মাধ্যমে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছেন শিক্ষার্থীরা।
বিডি প্রতিদিন/১০ এপ্রিল ২০১৮/আরাফাত