কোটা সংস্কারের জন্য আন্দোলনরত ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের উপর পুলিশি হামলার প্রতিবাদে মানববন্ধন ও মৌনমিছিল করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
মঙ্গলবার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে মানববন্ধন শেষে একটি মৌনমিছিল বের হয়।
মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, ‘কোটা সংস্কার নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশি হামলা ও গতকাল সোমবার রাতে আন্দোলনরত ঢাবি শিক্ষার্থীদেরকে রাষ্ট্রীয় প্রশাসন থেকে ভয়ভীতি দেখানোর অভিযোগ আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রত্যক্ষ করছি। আমরা এইসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’ সেই সাথে এই ঘটনাটি নিয়ে মিডিয়ার নিরব ভূমিকা পালনের অভিযোগ করেন বক্তারা।
উল্লেখ্য, সরকারি চাকরিতে বিদ্যমান কোটা ব্যবস্থা সংস্কারের পক্ষে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর রোববার রাতে হামলা চালায় পুলিশ। পরবর্তীতে সোমবার শিক্ষার্থীরা ঢাবি ক্যাম্পাসে অবস্থান করলে রাষ্ট্রীয় প্রশাসনের পক্ষ থেকে ভয়ভীতি দেখানো হচ্ছে বলে দাবি করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
বিডি প্রতিদিন/১০ এপ্রিল ২০১৮/হিমেল