জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে এক পুনর্মিলনী, ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
আগামী শুক্রবার (১ জুন) বিকেল ৫টায় বিভাগের সেমিনারে এ ইফতার মাহফিল ও পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১ম থেকে ৫ম ব্যাচের বিদায়ী শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে। তবে বর্তমান শিক্ষার্থীদেরও অংশ নেওয়ার জন্য উন্মুক্ত করা হয়েছে।
বিডি-প্রতিদিন/২৯ মে, ২০১৮/মাহবুব