বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে গ্রীষ্মকালীন, জুমআতুল বি’দা, শব-ই-কদর এবং পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ছুটি শুরু হচ্ছে আগামী বৃহস্পতিবার থেকে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের কর্মকর্তা আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগামী ৩০ মে (বৃহস্পতিবার) থেকে ২৮ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে এবং ৩ জুন থেকে ২১ জুন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।
এদিকে, ক্যাম্পাস বন্ধের পর আগামী ৭ জুন দুপুর থেকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরপর হলগুলো খুলে দেয়া হবে আগামী ২৪ জুন। হল প্রভোস্ট কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিডি-প্রতিদিন/২৯ মে, ২০১৮/মাহবুব