বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) পরিচালিত মাস্টার অব পাবলিক হেলথ এমপিএইচ এবং পিজিডিএমইউ প্রোগ্রামে ভর্তির সময় সীমা বাড়ানো হয়েছে।
বাউবি’র তথ্য ও গণসংযোগ বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ আবুল কাসেম শিখদার জানান, বাউবি পরিচালিত মাস্টার অব পাবলিক হেলথ (এমপিএইচ) এর ভর্তি ৫ জুন পর্যন্ত এবং পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন মেডিকেল আল্ট্রাসাউন্ড (পিজিডিএমইউ) প্রোগ্রামের ভর্তির সময় সীমা ২৫ জুন পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
ভর্তির জন্য আগ্রহী শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে বাউবি’র ঢাকা, সিলেট, চট্টগ্রাম, রংপুর, বরিশাল ও বগুড়া আঞ্চলিক কেন্দ্রে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন