নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামানের মেয়াদের ৩ বছর পূর্তিতে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের হাজী ইদ্রিস অডিটোরিায়ামে আয়োজিত ওই অনুষ্ঠানে একইসাথে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। নোবিপ্রবি অফিসার্স এসোসিয়েশন এ অনুষ্ঠানমালার আয়োজন করে।
এসোসিয়েশনের সভাপতি চিফ মেডিকেল অফিসার ডা. মো. মোখলেস-উজ-জামান এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক পরিচালক হিসাব (ভারপ্রাপ্ত) মোহাম্মদ সাইদুর রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপ-উপাচার্য প্রফেসর ড. মো: আবুল হোসেন, রেজিস্ট্রার প্রফেসর মো. মমিনুল হক।
অন্যদের মাঝে আরো বক্তৃতা করেন শিক্ষক সমিতির সভাপতি ড. আবদুল্লাহ-আল মামুন, সাধারণ সম্পাদক এম গোলাম মোস্তফা, উপ- রেজিস্ট্রার ড.মুহাম্মদ আলমগীর সরকার, মোহাম্মদ জসিম উদ্দিন ও আ. শ. ম শরীফুর রহমান, গ্রন্থাগারিক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক সাখায়াত হোসেন, সভাপতি জনাব তারেক মো. রাশেদ উদ্দিন, বর্তমান কার্যনির্বাহী কমিটির সদস্য মেজবাহ উদ্দিন পলাশ এবং কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি প্রকৌশলী মো. আবদুল্লাহ হিল ফারুক প্রমুখ।
এসময় বর্তমান কার্যনির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুর রহমান, কোষাধ্যক্ষ নার্গিস আক্তার হেলালী, প্রচার ও দপ্তর সম্পাদক ইফতেখার হোসাইন (রাজু), ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান, মহিলা সম্পাদক জিনাত আরা চৌধুরী, সদস্য মো. জিয়াউর রহমান ভূঁইয়া (সম্রাট), সদস্য জনাব ইবনে ওয়াজিদ ইসলাম ইমন মঞ্চে উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/২৯ মে ২০১৮/হিমেল