নবগঠিত কলারোয়া পাইলট হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে ঢাকায় ও কলারোয়ায় পৃথক সাধারণ সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
এর মধ্যে আগামী ০৮ জুন, শুক্রবার (২২ রমজান) দুপুর ২টায় (জুম্মার নামাজের পর) ঢাকার মিরপুরের রুপনগর আবাসিক এলাকার গণিত শিক্ষা কেন্দ্রে এবং ১৫ জুন (২৯ রমজান) কলারোয়া পাইলট হাইস্কুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে।
অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকা এবং কলারোয়া উভয় ইফতার মাহফিলে কলারোয়া পাইলট হাইস্কুল থেকে পাসকৃত সকলের ব্যাচের শিক্ষার্থীদের আমন্ত্রণ জানানো হয়েছে। ইতোমধ্যে এ বিষয়ে স্ব স্ব ব্যাচের প্রতিনিধিদের কাছে নোটিস পাঠানো হয়েছে বলেও জানানো হয়।
বিডি-প্রতিদিন/০২ জুন, ২০১৮/মাহবুব