সেশনজট শূন্যের কোঠায় আনা, সময়মতো পরীক্ষা নেওয়া ও ফলাফল প্রকাশ করাসহ পাঁচ দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন করেছে।
সোমবার রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।
এ সময় আন্দোলনকারীদের সমন্বয়কারী তিতুমীর কলেজের ফিনান্স বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী বিজিত শিকদার পাঁচ দফা দাবি তুলে ধরেন।
সেগুলো হলো সেশনজট শূন্যের কোঠায় আনা, সময় মতো পরীক্ষা নেওয়া ও ফলাফল প্রকাশ করা, মাস্টার্সের এক বিষয়ে যারা ফেল করেছে তাদের বিবেচনায় আনা, সব ছাত্র-ছাত্রীদের জন্য চাকরিতে প্রবেশের বয়স বাড়ানো এবং ছাত্র-ছাত্রীদের অন্যান্য সুযোগ-সুবিধা বাড়ানোর পাশাপাশি যথাযথ মূল্যয়ন করা।
বিজিত শিকদার বলেন, সরকারি সাত কলেজ ঢাবির অধিভুক্তি হওয়ার পর নানা সমস্যা, সংকটে জর্জরিত। এ সংকট কাটছে না। আমাদের ঠিকমতো পরীক্ষা নেওয়া হয় না। পরীক্ষা হলেও ফলাফল প্রকাশ করতে দেরি করা হয়। এর ফলে আমাদের সেশনজটে পড়তে হয়।
বিডি-প্রতিদিন/২৫ জুন, ২০১৮/মাহবুব