চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৩০ তম বার্ষিক সিনেট অধিবেশন আগামী ২৮ জুন বৃহস্পতিবার সকাল ১১টায় সিনেট কক্ষে অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দীন চৌধুরী।
মঙ্গলবার দুপুর তিনটায় উপাচার্যের সভাকক্ষে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) সদস্যদের সাথে মতবিনিময়কালে উপাচার্য এ তথ্য জানান।
ড. ইফতেখার উদ্দীন চৌধুরী বলেন, এবারের (২০১৮-১৯) বার্ষিক সিনেট অধিবেশনে ৩২৯ কোটি টাকার বাজেট পেশ করা হবে। আমরা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে ৪৩১ কোটি টাকা চেয়েছি।
তিনি বলেন, আমি ২০১৫ সালের ১৫ জুন দায়িত্ব নেয়ার পর ১৫ দিনের মধ্যেই সিনেট অধিবেশন আয়োজন করেছি। তখন থেকে উচ্চ শিক্ষা, প্রশিক্ষণ, গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি করে আসছি।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আলী আজগর চৌধুরী, প্রধান হিসাব নিয়ামক (ভারপ্রাপ্ত) মো. ফরিদুল আলম, তথ্য শাখার ডেপুটি রেজিস্ট্রার ফরহাদ হোসেন খান।
বিডি-প্রতিদিন/২৬ জুন, ২০১৮/মাহবুব