বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ছুটি শুরু হচ্ছে আগামী ১৯ আগস্ট থেকে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের কর্মকর্তা আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগামী ১৯ শে আগস্ট (রবিবার) থেকে ২৬শে আগস্ট (রবিবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে এবং ১৯ শে আগস্ট থেকে ২৩শে আগস্ট বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।
এদিকে, আবাসিক হলগুলো বন্ধের বিষয়ে প্রভোস্ট কাউন্সিলের সদস্যবৃন্দ বলেন, ‘হল বন্ধের ব্যাপারে এখনো সিদ্ধান্ত নেয়া হয়নি।’
বিডি-প্রতিদিন/ ই-জাহান