মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের সময়কে নিয়ে লেখা ইতিহাস নির্ভর ‘মৌর্য’ উপন্যাসের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৫টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডিন্স কমপ্লেক্সের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন কথাসাহিত্যিক হাসান আজিজুল হক। কথাসাহিত্যিক আবুল কাশেমের লেখা এই উপন্যাসটি প্রকাশ করেছে অন্যপ্রকাশ।
উপন্যাসটিতে গ্রিক সম্রাট সেলুকাসের কন্যা হেলেনের সঙ্গে চন্দ্রগুপ্তের বিয়ের গল্পের আড়ালে লেখক ভারতবর্ষ ও গ্রিসের নানা যুদ্ধবিগ্রহ, কৃষ্টি, সংস্কৃতি, রাজনীতি, প্রেমসহ আধ্যাত্মিক শক্তির বাস্তব ও মানবীয় দিকের অবতারণা করেছেন। দুই হাজার তিনশো বছর পূর্বের সমৃদ্ধ প্রাচীন ভারত ও গ্রিসকে একসঙ্গে ফুটিয়ে তোলা হয়েছে উপন্যাসটিতে।
অনুষ্ঠানে হাসান আজিজুল হক বলেন, ‘এই উপন্যাসটি আমাকে স্তম্ভিত করেছে। উপন্যাসটি বাংলা সাহিত্যে একটি নতুন সংযোজন। রস ও সাহিত্যের সংমিশ্রন রয়েছে উপন্যাসটিতে। সাহিত্য পড়ে যে অমৃত স্বাদ পাওয়া যায় তা এই উপন্যাসটি পড়ে বোঝা যায়।’
বাংলাদেশ চর্চা পাঠচক্রের সাধারণ সম্পাদক এবং বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক সাজ্জাদ বকুলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক শিক্ষক অধ্যাপক সনৎ কুমার সাহা, কবি অধ্যাপক জুলফিকার মতিন, উপন্যাসটির লেখক আবুল কাশেম, অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম। সভাপতিত্ব করেন কথাসাহিত্যিক হাসান আজিজুল হক। স্বাগত বক্তব্য দেন জনতা ব্যাংক রাজশাহীর ডিজিএম তাপস কুমার মজুমদার।
কথা সাহিত্যিক আবুল কাশেম ১৯৫৫ সালের ১ জুলাই কুমিল্লা সদর উপজেলার ঝাঁকুনিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় সম্মান ও গবেষণা বিভাগে বাংলায় স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এরপর বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে তিনি চাকরি জীবন শেষ করেন। বর্তমানে তিনি জনতা ব্যাংকের পরিচালনা বোর্ডের একজন পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর লেখা গ্রন্থের মধ্যে ক্যাপ্টেইন কক্স, দুভ‚লোক, অনার্যজন, মিশিমার সুইসাইড নোট, অজেয় উল্লেখযোগ্য।
বিডি প্রতিদিন/হিমেল