গবষেণা কার্যক্রমে অবদান রাখার জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ১০ জন শিক্ষক ও ৫ জন খ্যাতিনামা প্রকৌশলীকে সম্মাননা এবং সফলভাবে গবেষণা কার্যক্রম পরিচালনার জন্য পরিসংখ্যান বিভাগের ৩১ জন শিক্ষার্থীকে সনদ প্রদান করা হয়েছে । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধরী।
আজ রবিবার সকাল ১১ টায় বিজ্ঞান অনুষদ মিলনায়াতনে এ সম্মাননা প্রদান ও সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীন আকতার, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. শফিউল আলম, ক্রাউন সিমেন্ট গ্রুপের উপদেষ্টা শংকর কুমার রায়।
অনুষ্ঠানে সম্মাননা প্রাপ্ত গুণী শিক্ষকরা হলেন, বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড.ইফতেখার উদ্দিন চৌধরী, উপ- উপাচার্য প্রফেসর ড. শিরীন আকতার, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড.মোঃ শফিউল আলম, পনিসংখ্যান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মনিরুল ইসলাম, প্রফেসর ড. আমিনুর রসিদ, প্রফেসর ড. মোঃ শামসুদ্দিন, প্রফেসর এস.এম. সফিকুল ইসলাম, প্রফেসর ড. রবীন্দ্র নাথ শীল, পরিসংখ্যান বিভাগের সাবেক প্রফেসর ড. সুলতান আহমেদ, এবং প্রফেসর ড.মনীন্দ্র কুমার রয়, নারায়নগঞ্জের শাহ বিশ্ববিদ্যালয়ের
রনদা প্রসাদ।
সম্মাননা প্রাপ্ত খ্যাতিমান প্রকৌশলীরা হলেন, ইঞ্জিনিয়ার মো. নাসিম উদ্দিন, ইঞ্জিনিয়ার আব্দুল হালিম সিকদার, মোঃ তরিকুল ইসলাম, মাহাদী ইফতেখার।
পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্রাউন সিমেন্ট এর রিচার্স প্ল্যানিং ও বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের ব্যবস্থা পরিচালক জনাব মো. আতোয়ার রহমান।
বিডি প্রতিদিন/এ মজুমদার