চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দুটি আবাসিক হলে তল্লাশি চালিয়ে আগ্নেয় অস্ত্র ও এক বহিরাগত নারীসহ ছাত্রলীগের ১৮ কর্মীকে আটক করেছে পুলিশ। বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডি ও হাটহাজারী থানা পুলিশের সহায়তায় বিশ্ববিদ্যালয়ের শাহ জালাল ও সোহরাওয়ার্দী হলে এ অভিযান চালানো হয়।
সোমবার দিবাগত রাত ২টা হতে ভোর সাড়ে ৪টা পর্যন্ত এই তল্লাশি অভিযান চালানো হয়৷ এ অভিযানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রক্টর প্রফেসর আলী আজগর চৌধুরী, সহকারী প্রক্টর লিটন মিত্র ও হেলাল উদ্দিন আহম্মদের উপস্থিতিতে হাটহাজারী সার্কেল সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ আল মাসুম ও হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাংগীর অংশ নেন।
হাটহাজারী থানার ওসি তদন্ত শেখ শামিম বলেন, যাদের আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর আলী আজগর চৌধুরী বলেন, পুলিশের সহায়তায় বিশ্ববিদ্যালয় প্রশাসন দুটি হলে তল্লাশি চালিয়েছে। এসময় বেশ কয়েকজন আটক করেছে পুলিশ। দেশীয় অস্ত্রও পাওয়া গেছে।
উল্লেখ্য, গত কিছুদিন ধরে শাখা ছাত্রলীগের কয়েকটি গ্রুপের মধ্যে সংঘর্ষ ও উত্তেজনা চলতে থাকে। পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন কয়েক দফা সংঘর্ষ থামালেও ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ বিরাজমান ছিল। এ বিরজমান পরিস্থিতি এড়াতেই সোমবার রাতেই এ তল্লাশি অভিযান পরিচালিত হয়। এতে এক বহিরাগত নারীসহ ছাত্রলীগের ১৮ কর্মীকে আটক করেছে পুলিশ।
বিডি প্রতিদিন/এ মজুমদার