ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিন্টিং ও পাবলিকেশন্স বিভাগের স্নাতক (সম্মান) প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ এবং স্নাতকোত্তর ১ম ব্যাচের বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমদ চৌধুরী মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সাদেকা হালিম। সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সুধাংশ শেখর। বিশেষ অতিথি ছিলেন প্রকাশনা সংস্থার পরিচালক সৈয়দ আজিজুল হক, প্রকাশনা বিশেষজ্ঞ ফজলে রাব্বী, বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির চেয়ারম্যান ও মুদ্রণ বিশেষজ্ঞ শহীদ সেরনিয়াবাত প্রমুখ।
এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বিমল গুহ, মাহফজুর রহমান, মহসিনা ইসলাম, ড. মঞ্জুরুল ইসলাম, খান মাহবুব প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান বিশ্বে প্রকাশনা এবং মুদ্রণ শিল্প অত্যন্ত গুরুত্বপুর্ণ। ভালো মানের প্রকাশনা এবং মুদ্রণের জন্য প্রাতিষ্ঠানিক শিক্ষার গুরুত্ব অপরিসীম। ঢাকা বিশ্ববিদ্যালয় এই বিভাগে একটি বিভাগ খুলে পথিকৃতের ভূমিকা পালন করেছে।
পরে প্রভাষক জিনাত শারমিনের পরিচালনায় অনুষ্ঠানে বিভাগের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিতিতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর