রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১২ টি মামলা দিয়েছে পুলিশ। এসময় ১২টি মামলাই ১২ জন মোটরসাইকেল আরোহীর নামে করা হয়।
সোমবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এই অভিযান চালালো হয় বলে বাংলাদেশ প্রতিদিনকে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান।
তিনি জানান, সোমবার বিকেল ৫টার দিকে মতিহার থানার পুলিশদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে অভিযান চালানো হয়। এসময় যাদের মাথায় হেলমেট ছিল না এবং যারা বেপারোয়াভাবে মোটরসাইকেল চালাচ্ছিল তাদের নামে মামলা দেয়া হয়েছে। যাদের নামে মামলা হয়েছে তারা সকলেই বহিরাগত। তবে কয়েকজন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে পরিচয় দিয়েছে।
তিনি আরও বলেন, ক্যাম্পাসে প্রায়ই সময়েই বহিরাগতরা বেপরোয়াভাবে গাড়ী চালায়। আমাদের অভিযান অব্যাহত থাকবে। মাঝে মাঝেই আমরা অভিযান চালাব।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর