আগামী ৩ মার্চ থেকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে স্নাতক ১ম বর্ষের ক্লাস শুরু হবে। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানিয়েছেন জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের সহকারী প্রশাসক তাবিউর রহমান প্রধান।
তিনি জানান, আগামী ৩ মার্চ থেকে সকল বিভাগে ১ম বর্ষের ক্লাস শুরু হবে। আর, ক্লাস শুরুর কয়েকদিনের মধ্যেই নবীনবরণ অনুষ্ঠিত হবে।
বিডি প্রতিদিন/হিমেল