শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম বিতর্ক বিষয়ক সংগঠন শাহজালাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (এসইউডিএস) আয়োজিত ‘এমজেএফ-এসইউডিএস ২য় জাতীয় নারী বিতর্ক প্রতিযোগিতা ২০১৯’ শুরু হবে ১লা মার্চ। দুই দিনব্যাপী এই বিতর্ক প্রতিযোগিতায় দেশের বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ২৪টি নারী টিম অংশগ্রহণ করবে।
আজ বুধবার বেলা একটায় শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসকাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রতিযোগিতার আহ্বায়ক সৈয়দ নওরোজ হোসেন। এসময় উপস্থিত ছিলেন এসইউডিএস’র সভাপতি তোফায়েল আহমেদ ও সাধারণ সম্পাদক রাইতাহ বিনতে আহসানসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
সৈয়দ নওরোজ হোসেন আরো বলেন, ‘আর্ন্তজাতিক নারী দিবসকে সামনে রেখে ও নারীর ভেতরে প্রতিবাদী চেতনা জাগ্রত করার লক্ষ্যে আমরা ২য় বারের মত এই বির্তক প্রতিযোগিতার আয়োজন করছি। আমাদের এবারের স্লোগান ‘ঘরে বাইরে সহিংসতাঃ প্রতিবাদের ঝড় উঠুক নারীর কন্ঠে, আর নয় নীরবতা’। বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে ১লা মার্চ (শুক্রবার) সকাল নয়টায় উদ্বোধনী অনুষ্ঠান ও ২ মার্চ (শনিবার) বিকাল পাচঁটায় পরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।’
বিডি প্রতিদিন/এ মজুমদার