ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষকের অপসারণ ও শাস্তির দাবিতে উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। আজ সকালে অভিযুক্ত ওই শিক্ষকের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা।
সংশ্লিষ্ট খবর: ছাত্রীকে যৌন হয়রানি, শিক্ষকের অডিও ভাইরাল!
এদিকে যৌন নির্যাতনের শিকার দুই ছাত্রীও ওই শিক্ষকের শাস্তি দাবি করেছেন। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষী শিক্ষকের শাস্তির দাবি করেছেন। ওই শিক্ষকের শাস্তি না দেওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে ঘোষণা দিয়েছেন।
এ ব্যাপারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডীন আব্দুল কুদ্দুছ মিয়া জানান, ইতোমধ্যে প্রফেসর ড. আব্দুর রহিমকে প্রধান করে এ বিষয়ে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি রিপোর্ট দিলেই আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
বিডি প্রতিদিন/হিমেল