চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ২০১৮-১৯ এর কার্যনিবার্হী পরিষদের নতুন নেতৃত্ব পেলেন দৈনিক আজাদীর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আব্দুল্লাহ আল ফয়সাল ও সাধারণ সম্পাদক দৈনিক বণিক বার্তার বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জোবায়ের চৌধুরী।
সোমবার সকাল ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রক্টর কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
এতে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয় সহকারী প্রক্টর লিটন মিত্র ও নিয়াজ মোরশেদ রিপন। ফলাফল ঘোষণা করেন বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয় প্রক্টর প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।
ঘোষিত ফলাফলে জানা যায়, কার্যনির্বাহী কমিটির অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন, সহ-সভাপতি পদে মিরাজুল ইসলাম (বাংলাদেশ বার্তা), যুগ্ম সাধারণ সম্পাদক পদে আবদুল্লাহ রাকীব (জাগো নিউজ), অর্থ, ক্রীড়া ও সাংস্কৃতি সম্পাদক পদে মুনাওয়ার রিয়াজ মুন্না (প্রতিদিনের সংবাদ) প্রচার, প্রকাশনা ও দপ্তর সম্পাদক পদে নাজমুস সাদাত (দৈনিক সমাচার) এবং কার্যনির্বাহী সদস্য পদে রায়হান উদ্দীন (সুপ্রভাত বাংলাদেশ)।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন