২০ মে, ২০১৯ ২১:৫৫

শিক্ষার্থীদের গবেষণা কাজে আসবেই: ড. আনিসুজ্জামান

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক:

শিক্ষার্থীদের গবেষণা কাজে আসবেই: ড. আনিসুজ্জামান

ফাইল ছবি

জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান বলেছেন, ‘শিক্ষার্থীরা ভবিষ্যৎ জীবনে সবাই গবেষক হবে তা নয়, তবে শিক্ষার্থীদের গবেষণা প্রত্যেকের জীবনে কোন না কোনভাবে, কখনো না কখনো কাজে আসবেই। অতএব বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে যদি কেউ গবেষণার কাজে না ঢুকে, তাহলে এটা মনে করার কোন কারণ নেই যে কেন এটা আমি করলাম, এটা তো আমার কোন কাজে আসবে না।’

সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস এর উদ্যোগে এক কর্মশালায় প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্য এ কথা বলেন তিনি। ১৫ দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় গবেষণায় আগ্রহী ৫০ জন অংশ নেয়। 

কারাস এর এই নির্বাহী পরিচালক ড. আনিসুজ্জামান বলেন, আমাদের সময়ে আমরা যখন গবেষণা আরম্ভ করি তখন খুব বেশি জন এই গবেষণায় উৎসাহী ছিলেন না এবং গবেষণার প্রনালী সম্পর্কেও প্রশিক্ষণ নেওয়ার কোন সুযোগ ছিল না। এখন অনেক শিক্ষক তারা গবেষণা করে এসেছেন এবং অনেক ছাত্র ছাত্রী গবেষণা করতে ইচ্ছুক। সুতরাং এই ধরনের কমশালার আয়োজনের মধ্যে দিয়ে গবেষণায় ইচ্ছুকদের জ্ঞাত করতে পারি। কারণ এই গবেষণা জীবনে কোন না কোন ভাবে কাজে লাগবে।’

কারাসের পরিচালক অধ্যাপক ড আবদুল বাছিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় কলা অনুষদের ডিন অধ্যাপক ড আবু মো দেলোয়ার হোসেন। সঞ্চালনা করেন কারাসের রিসার্চ ফেলো তৌহিদুল হাসান।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর