ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি থেকে বিতর্কিতদের বাদ দিতে পদবঞ্চিত ও পছন্দের পদ না পাওয়া সংগঠনের নেতারা এবার মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন করেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে মঙ্গলবার বেলা পৌনে ১২টা থেকে ১টা পর্যন্ত এই কর্মসূচি পালন করেন তারা। এতে প্রায় অর্ধশত নেতাকর্মী অংশ নেন।
একই স্থানে কমিটি পুনর্গঠনের দাবিতে গত ২৫ মে থেকে তারা অবস্থান কর্মসূচি চালিয়ে আসছেন।
গত কমিটির কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক এবং আন্দোলনকারীদের মুখপাত্র রাকিব হোসেন বাংলানিউজকে বলেন, ঘৃণা, লজ্জা এবং ক্ষোভ থেকে আমরা এই কর্মসূচি করেছি। আজকে আমাদের অবস্থান কর্মসূচি একমাস একদিন হয়েছে। কিন্তু এর মধ্যে বিতর্কিতদের নাম প্রকাশ করবে বলেও করেনি। আমাদের সঙ্গে শুধু নাটকই করেনি, দেশরত্নের আদেশও অমান্য করেছে। অবস্থা বিবেচনা করে আমরণ অনশন কর্মসূচির দিকে যাওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি করেন।
বিডি-প্রতিদিন/২৫ জুন, ২০১৯/মাহবুব