২৭ জুন, ২০১৯ ১৬:২৭

হাবিপ্রবি’ ক্যাম্পাসে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ও বর্ণাঢ্য র‌্যালি

দিনাজপুর প্রতিনিধি

হাবিপ্রবি’ ক্যাম্পাসে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ও বর্ণাঢ্য র‌্যালি

“শিক্ষায় বন প্রতিবেশ আধুনিক বাংলাদেশ” এ শ্লোগানে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খামারের তত্বাবধায়নে ক্যাম্পাসে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হয়েছে।

এ বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রায় ৩০০ বনজ, ফলজ ও ঔষধি ও শোভাবর্ধক গাছ রোপন করা হচ্ছে।

বৃহস্পতিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম প্রশাসনিক ভবনের সন্মুখে একটি কাঠ-গোলাপ গাছের চারা লাগিয়ে উক্ত কর্মসূচির উদ্বোধন করেন।

এর আগে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের নেতৃত্বে একটি শোভাযাত্রা বের হয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

উদ্বোধনকালে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম বলেন, শুধু বৃক্ষ রোপন করলেই হবে না তার যথাযথ রক্ষণাবেক্ষন ও পরিচর্যা করতে হবে। তিনি শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারি সকলকে নিজ নিজ বাড়িতে বৃক্ষরোপণ করার আহ্বান করেন।

এসময় আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার, কৃষি অনুষদের ডীন প্রফেসর ড. ভবেন্দ্র কুমার বিশ্বাস, রেজিস্ট্রার প্রফেসর ডা. মো. ফজলুল হক, পরিকল্পনা উন্নয়ন ও ওয়ার্কস শাখার পরিচালক প্রফেসর ড. মো. মোস্তাফিজুর রহমান, হিসাব শাখার পরিচালক প্রফেসর ড. শাহাদাৎ হোসেন খান, প্রক্টর প্রফেসর ডা. মো. খালেদ হোসেন, উদ্যানতত্ত্ব বিভাগের প্রফেসর টি এম টি ইকবাল প্রমূখ।

কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী, ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর