২৫ আগস্ট, ২০১৯ ১৪:১৩

শাবি প্রেসক্লাবের উদ্যোগে দুই দিনব্যাপী কর্মশালা

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

শাবি প্রেসক্লাবের উদ্যোগে দুই দিনব্যাপী কর্মশালা

‘Workshop on Reporting, editing & Anchoring’ শিরোনামে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দু’দিন ব্যাপী কর্মশালা শুরু হয়েছে।

বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব’ এ কর্মশালার আয়োজন করে। 

শনিবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ‘সি’ এর গ্যালারিতে অনুষ্ঠিত এ কর্মশালায় শাহজালাল বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ও সিলেট এমসি কলেজের প্রায় অর্ধশত সাংবাদিক অংশগ্রহণ করেন।

আয়োজক সূত্রে জানা যায়, শনিবার কর্মশালার প্রথম সেশনে ‘ইংলিশ রিপোর্টিং’ এর উপরে আলোচনা করেন দ্য ডেইলি স্টারের রিপোর্টার মওদুদ আহমেদ সুজন। দ্বিতীয় সেশনে ‘ক্যারিয়ার ইন ইডিটিং; প্রসপেক্ট অ্যান্ড চ্যালেঞ্জ’ এর উপরে আলোচনা করেন যুগান্তরের কান্ট্রি ইডিটর নাঈমুল করিম নাঈম।

এছাড়া আগামী ৩১ আগস্ট কর্মশালার ২য় পর্বের প্রথম সেশনে ‘মফস্বলে অনুসন্ধান’ এর উপর আলোচনা রাখবেন যমুনা টেলিভিশনের সিলেট ব্যুরো চিফ মাহবুবুর রহমান রিপন ।

দ্বিতীয় সেশনে ‘উপস্থাপনার ভেতর বাহির’ এর উপর আলোচনা রাখবেন ডিবিসি নিউজের সাবেক এডিটর নবনীতা চৌধুরী । 

কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শাবি উপাচার্য আধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ । 

শাবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুনেদ আহমেদ বলেন, ‘সাংবাদিকতাকে পেশা হিসেবে নিতে ইচ্ছুক এমন শিক্ষার্থীদের জন্যই আমরা এ ধরনের কর্মশালার আয়োজন করেছি। কর্মশালায় বিভিন্ন সেশনে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা রিপোর্টিং ও এডিটিংয়ের প্রাথমিক ও গুরুত্বপূর্ণ বিষয়গুলো শিখতে পারবেন।’

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর