১২ সেপ্টেম্বর, ২০১৯ ২০:০২

শুক্রবার ‘গ’ ইউনিট দিয়ে শুরু হচ্ছে ঢাবির ভর্তিযুদ্ধ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

শুক্রবার ‘গ’ ইউনিট দিয়ে শুরু হচ্ছে ঢাবির ভর্তিযুদ্ধ

শুক্রবার থেকে শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান শ্রেণির ভতিযুদ্ধ। ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত গ-ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শুরু হচ্ছে এ বছরের ভর্তির বাছাই প্রক্রিয়া। 

শুক্রবার সকাল ১০টা থেকে ১১:৩০টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মোট ৫৬টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছর ‘গ’ ইউনিটে ১২৫০টি আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ২৯ হাজার ৫৮জন। ফলে প্রত্যেক আসনের বিপরীতে লড়বেন প্রায় ২৩ শিক্ষার্থী। ভর্তি পরীক্ষার সিট-প্ল্যান বিশ্ববিদ্যালয়ের admission.eis.du.ac.bd  ওয়েবসাইট থেকে জানা যাবে। 

উল্লেখ্য, এবারই প্রথম এমসিকিউ (বহুনির্বাচনী প্রশ্ন) পরীক্ষার পাশাপাশি ভর্তিচ্ছু শিক্ষার্থীদের লিখিত পরীক্ষাও দিতে হবে। মোট ১২০ নম্বরের মধ্যে ৭৫ নম্বরের এমসিকিউ পরীক্ষার জন্য ৫০ মিনিট এবং ৪৫ নম্বরের লিখিত পরীক্ষার জন্য ৪০ মিনিট সময় বরাদ্দ থাকবে।

বিশ্ববিদ্যালয়ের একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘পরীক্ষার হলে মোবাইল ফোন বা টেলিযোগাযোগ করা যায় এরূপ কোন ইলেক্ট্রনিক ডিভাইস/যন্ত্র সম্পূর্ণ নিষিদ্ধ। পরীক্ষা চলাকালে ভ্রাম্যমাণ আদালত দায়িত্ব পালন করবে।’  


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর