ক্লাস বাদ দিয়ে কাউকে ছাত্রলীগের অনুষ্ঠানে আনা এবং কোনো নেতাকে প্রটোকল দিতে বাধ্য করা হলে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস।
বুধবার সকালে মধুর ক্যান্টিনে নেতাকর্মীদের উদ্দেশে এসব কথা বলেন তিনি।
সম্প্রতি নেতাকে প্রটোকল দিতে ও গেস্টরুমে না আসায় বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হলের কয়েকটি কক্ষে তালা দেয়ার অভিযোগ ওঠে হল শাখা নেতাদের বিরুদ্ধে।
এ বিষয়ে সনজিত বলেন, আসলে সম্প্রতি দুটি ঘটনা ছাড়া কোনো অভিযোগ এর আগে আমরা পাইনি। এখন থেকে আরও সচেতন থাকব। সকল শিক্ষার্থী নির্দ্বিধায় তাদের অভিযোগ আমাকে ফোন করে বা টেক্সট করে জানাতে পারবে৷
এছাড়াও আমার রুমের সামনে আমি একটি অভিযোগ বক্স রাখব। সকলে সেখানে তাদের অভিযোগ জানাতে পারবে বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন