তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা চলাকালীন ছাত্রলীগের একটি গ্রুপ অন্য একটি গ্রুপের কর্মীকে মারধর ও মদের বোতল নিক্ষেপ করে মাথা ফাটানোর ঘটনায় দুইজনকে সাময়িক বহিষ্কারের সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয় শৃঙ্খলা কমিটি।
সোমবার রাতে অনুষ্ঠিত শৃঙ্খলা কমিটিতে এই সিদ্ধান্ত হয়।
সাময়িক বহিষ্কারের সুপারিশপ্রাপ্তরা হলেন, জাবির প্রাণিবিদ্যা বিভাগ ও ২০১৭-১৮ শিক্ষাবর্ষের জাহিদুর রহিম এবং দর্শন বিভাগ ২০১৬-১৭ ও শিক্ষাবর্ষের জাকির হোসেন। তারা দুজনই বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান হলের আবাসিক শিক্ষার্থী ও হল শাখা ছাত্রলীগের সক্রিয় কর্মী।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক আ স ম ফিরোজ উল হাসান বলেন, ‘আমরা ডিসিপ্লিন বোর্ডের সভায় যথাযথ প্রমাণ ও উপস্থিত সহকারী প্রক্টরদের তথ্যের ভিত্তিতে অভিযুক্ত দুইজনকে সাময়িক বহিষ্কারের সুপারিশ করেছি।’
তিনি আরও বলেন, ‘কয়েকদিন আগে ভর্তি পরীক্ষা চলাকালীন কর্তব্যরত রোভার স্কাউটের সদস্যদের সাথে অশোভন আচারণের ঘটনার বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখবে শৃঙ্খলা কমিটি। এই মর্মে প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক কামরুল হাসানকে প্রধান করে একটি তদন্ত কমিটি করা হয়েছে। তদন্ত কমিটিকে আগামী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে।’
উল্লেখ্য, সোমবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ভর্তি পরীক্ষার চলাকালীন কম্পিউটার এন্ড ইঞ্জিনিয়ারিং ভবনের সামনে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সহকারী প্রক্টরের সামনেই ছাত্রলীগের এক গ্রুপ অন্য গ্রুপের ওপর চড়াও হয়। এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ছাত্রলীগ কর্মীদের মদের বোতলের আঘাতে শহীদ রফিক জব্বার হলের ছাত্রলীগ কর্মী ও নৃবিজ্ঞান বিভাগের ৪৪তম আবর্তনের শিক্ষার্থী সাব্বির হোসেন নাহিদের মাথা ফেটে রক্তাক্ত হয়। গুরুতর আহত সাব্বির হোসেনকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন