বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল-সমাবেশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
বুধবার মুখে কালো কাপড় বেঁধে ছাত্রদলের বের করা মৌন মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে অপরাজেয় বাংলা ভাস্কর্যের সামনে বসে সমাবেশ করেন নেতৃবৃন্দ।
ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলের নেতৃত্বে মিছিল-সমাবেশে সংগঠনটির কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটের কয়েকশ' নেতা-কর্মী অংশ নেন।
বিডি-প্রতিদিন/মাহবুব