বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ স্মরণে শোক র্যালি করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা।
বৃহস্পতিবার দুপুর ২টায় ক্যাম্পাসে এ শোক র্যালি বের করে ছাত্রলীগ।
নৃশংসভাবে হত্যাকাণ্ডের শিকার বুয়েটের মেধাবি শিক্ষার্থী আবরার ফাহাদের স্মরণে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ শোক র্যালির আয়োজন করা হয়। দুপুরে শাখা ছাত্রলীগের বিদ্রোহী গ্রুপের নেতাকর্মীরা দলীয় টেন্ট থেকে এ শোক র্যালি বের করে। শোক র্যালিটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
প্রসঙ্গত, রবিবার দিবাগত গভীর রাতে বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ের (ইইই) বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদের মরদেহ বুয়েটের শেরে-বাংলা হল থেকে উদ্ধার করে পুলিশ। অভিযোগ, ছাত্রলীগের নেতাকর্মীদের মারধরে তিনি মারা যান। এ ঘটনায় আবরারের বাবা ১৯ জনকে আসামি করে রাজধানীর চকবাজার থানায় মামলা করেন। এখন পর্যন্ত এ মামলায় ১৩ জন রিমান্ডে আছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন