ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক কর্মচারীর বিরুদ্ধে শাখা ছাত্রলীগের সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক মিজানুর রহমান লালনের বাড়িতে গিয়ে পরিবারকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই কর্মচারীসহ এ ঘটনায় জড়িতদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের দাবিতে ক্যাম্পাসে দুই দফা বিক্ষোভ মিছিল ও এক ঘন্টা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক বন্ধ করে রাখে শাখা ছাত্রলীগের বিদ্রোহী গ্রুপের নেতা-কর্মীরা। হুমকিদাতা কর্মচারী ইলিয়াস জোয়ার্দারসহ ৪ জনকে পুলিশ আটক করেছে বলে জানা গেছে।
লালন এবং তার পরিবার সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার বিকেলে ইলিয়াস তার সহযোগীদেরকে নিয়ে গ্রামের বাড়িতে যায়। সে সময় তারা লালনের পরিবারকে লালনের ব্যাপারে হুমকি দেয়। হুমকি দেওয়ার খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী মোটরসাইকেল নিয়ে তাদেরকে ধাওয়া দেয়। পরে পুলিশকে জানালে মিরপুর থানার অধীন আমলা বাজার ফাড়ি পুলিশ গিয়ে চারজনকে আটক করে।
আটক হওয়া অন্যরা হলেন শেখপাড়ার বাসিন্দা উজ্জ্বল জোয়ার্দার, গাংনীর বেদবাড়ীয়া গ্রামের বাসিন্দা সবুজ ও হারুন। ফাঁড়ি পুলিশ রাতেই তাদেরকে আটককৃতদের কুষ্টিয়া ডিবির কাছে হস্তান্তর করেছে বলে জানা গেছে। এ বিষয়ে কুষ্টিয়া ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, পুলিশ ইবি কর্মচারীসহ চারজনকে আমাদের কাছে হস্তান্তর করেছিলো। ঘটনা যেহেতু মেহেরপুরের গাংনী থানায় তাই আমরা আটককৃতদের গাংনীতে পাঠিয়েছি। ইবি ছাত্রলীগের সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক মিজানুর রহমান লালন বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে, ছাত্রলীগ নেতা লালনের বাড়ি গিয়ে পরিবারকে হুমকি দেওয়ার খবরে ক্যাম্পাসে শুক্রবার রাতে তাৎক্ষনিক মিছিল করে শাখা ছাত্রলীগের বিদ্রোহী গ্রুপের নেতা-কর্মীরা। পরবর্তীতে শনিবার বেলা ২ টার দিকে দলীয় টেন্ট থেকে একই দাবিতে বিক্ষোভ মিছিল বের করে তারা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে গিয়ে ফটক আটকে দেয়। এসময় বিশ্ববিদ্যালয়ের দুপুর দুইটার শিফটের গাড়ি ক্যাম্পাস ছাড়তে পারেনি। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে দেখা করে ছাত্রলীগের প্রতিনিধি দল। এসময় তারা রবিবার বেলা ১২ টার মধ্যে ইলিয়াসসহ এই ঘটনায় জড়িতদের শাস্তি নিশ্চিত না করলে কঠোর আন্দোলনে যাওয়ার হুমকি দেয়। পরে প্রশাসনের আশ্বাসে দুপুর ৩ টার সময় প্রধান ফটক খুলে দেয় তাঁরা।
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী বলেন, আমাদের কোন শিক্ষক-কর্মকর্তা বা কর্মচারী আটক হলে আমাদের শৃঙ্খলা বিধি অনুযায়ী তাকে বরখাস্ত করা হবে।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ