৮ নভেম্বর, ২০১৯ ২১:০৯

দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবেন না : ভিপি নুর

অনলাইন ডেস্ক

দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবেন না : ভিপি নুর

ফাইল ছবি

ভিন্নমতের মানুষের ওপর ছাত্রলীগ-পুলিশলীগ দিয়ে দমন-পীড়ন চালিয়ে দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবেন না বলে মন্তব্য করেছেন ডাকসু ভিপি নুরুল হক নুর। 

তিনি বলেছেন, বর্তমানে ভিন্নমতের মানুষের ওপর দমন পীড়ন চলছে, সেখান থেকে এখন কেউ রক্ষা পাচ্ছে না। সাংবাদিক, ছাত্র, কবি, সাহিত্যিক, লেখক কেউই রক্ষা পাচ্ছে না।

আজ শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ মিচিল পূর্ববর্তী এক প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন তিনি।

নুর বলেন, একদিকে ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা চালাচ্ছে অন্যদিকে সরকার নানা ধরনের আইন করে পুলিশের মাধ্যমে মানুষকে হয়রানি করছে।

নোয়াখালী জেলা সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আয়োজনে এ সমাবেশে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহবায়ক মো. রাশেদ খাঁন, মোল্লা বিন ইয়ামিন, মো. আতাউল্লাহসহ সংগঠনের কেন্দ্রীয় নেতারা।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর