১০ ডিসেম্বর, ২০১৯ ১০:২৮

ছাত্রদল সন্দেহে ঢাবির ২ শিক্ষার্থীকে হল থেকে বের করে দিল ছাত্রলীগ

অনলাইন ডেস্ক

ছাত্রদল সন্দেহে ঢাবির ২ শিক্ষার্থীকে হল থেকে বের করে দিল ছাত্রলীগ

ছাত্রদলের কর্মী সন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুই শিক্ষার্থীকে হল থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে শাখা ছাত্রলীগ ও হল সংসদের নেতাদের বিরুদ্ধে। 

এ সময় তাদের একজনের কাছ থেকে তিন হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগী। 

তবে হল শাখা ছাত্রলীগের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়।

সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলে এ ঘটনা ঘটে।

হলচ্যুত দুই শিক্ষার্থী হলেন- দ্বিতীয় বর্ষের রাকিবুল হাসান এবং প্রথম বর্ষের সুমন হোসাইন। তারা দুজনেই বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের বিভাগের শিক্ষার্থী।

এ ব্যাপারে জানতে চাইলে স্যার এফ রহমান হল সংসদের জিএস ও শাখা ছাত্রলীগ নেতা রাহিম সরকার বলেন, তারা গণরুমে নাশকতার পরিকল্পনা করছিল। তাদেরকে হল থেকে বের করে দেয়া হয়নি, তারা স্বেচ্ছায় হল ছেড়ে চলে গেছে। আমরা এ বিষয়ে হল কর্তৃপক্ষকে জানাব এবং হল কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। টাকা হাতিয়ে নেওয়ার বিষয়ে তিনি বলেন, এতে হল সংসদের কেউ জড়িত ছিল না।

এ বিষয়ে হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান গণমাধ্যমকে বলেন, আমি এ বিষয়ে এখনও কিছু জানি না। আমি সমাবর্তনের কাজে ব্যস্ত। বিষয়টি তদন্ত করার জন্য হাউজ টিউটরকে নির্দেশ দিয়েছি।

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর