ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ভোটের তারিখ পরিবর্তন করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার বিকেল ৫টার দিকে শাহবাগ মোড় অবরোধ করেন কয়েকশ' শিক্ষার্থী। এসময় শাহবাগ ও এর আশেপাশে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।
আন্দোলনকারীরা বলছেন, সরস্বতী পূজা ও সিটি নির্বাচনের তারিখ একই দিন হওয়ায় তারা শাহবাগ মোড় অবরোধ করেছেন। নির্বাচনের তারিখ এবং পূজা সম্পূর্ণ সাংঘর্ষিক। তাই দ্রুত এটি পরিবর্তন করতে হবে। ভোটের তারিখ পরিবর্তন না হওয়া পর্যন্ত তারা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবেন।
উল্লেখ্য, আগামী ৩০ জানুয়ারি ঢাকা সিটি নির্বাচনের তারিখ নির্ধারণ করে তফসিল দিয়েছে নির্বাচন কমিশন।
বিডি প্রতিদিন/হিমেল