ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রোকেয়া হলের সামনের যাত্রী ছাউনি থেকে ১২ সপ্তাহ বয়সী মানবভ্রূণ (ফিটাস) উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে ভ্রূণটি উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে শাহবাগ থানা পুলিশ।
তবে ভ্রূণটি কার কিভাবে রোকেয়া হলের সামনে এল, সে বিষয়ে পুলিশ বা বিশ্ববিদ্যালয় প্রশাসন কিছুই জানাতে পারেনি।
ভ্রুণ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রব্বানী বলেন, ভ্রূণটি পড়ে থাকতে দেখে একজন শিক্ষার্থী প্রক্টরিয়াল টিমকে ফোন করে জানান। প্রক্টরিয়াল টিম ভ্রূণটি উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যায়। এর বয়স ১২ সপ্তাহ বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসকের বরাত দিয়ে শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল হান্নান জানান, ভ্রূণের বয়স ১২ সপ্তাহ বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম