ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সমাজ সচেতনতামূলক নাটক ‘নাদানের বিয়ে’ মঞ্চস্থ হয়েছে। মঙ্গলবার বেলা ১টায় বাংলা মঞ্চে বিশ্ববিদ্যালয় থিয়েটারের আয়োজনে নবীন বৈজয়ন্তী উৎসবে নাটকটি মঞ্চস্থ হয়।
বিশ্ববিদ্যালয় থিয়েটারের সভাপতি অনি আতিকুর রহমানের সার্বিক তত্ত্বাবধায়নে ও সাধারণ সম্পাদক এনামুল হকের নির্দেশনায় নাটকটিতে তন্ময় সেন, নিশাত, ফাহিম, মুহিদ, পিয়াস ও লাবণ্য বিভিন্ন চরিত্রে অভিনয় করেন।
নাটকটিতে গ্রামের মাতুব্বর জোর করে গরীব বাবার অল্প বয়সী সুন্দরী কন্যাকে তার পাগল ছেলের সাথে বিয়ে দেয়। ছেলের বউকে বাড়িতে নিয়ে এসে সীমাহীন অত্যাচার করে। একপর্যায়ে স্বামী ও শাশুড়ীর সীমাহীন অত্যাচারে মেয়েটির একটি হাত কেটে বাদ দিতে হয়।
এতে বাল্য বিবাহ, অপচিকিৎসা, যৌতুক প্রথার কুফল, স্বামী ও শাশুড়ি কর্তৃক বউ অত্যাচারের কাহিনী সুন্দর ভাবে ফুটে উঠেছে। এছাড়া, নবীন বৈজয়ন্তী উৎসবে থিয়েটারের সদস্যদের অংশগ্রহনে নৃত্য, গান ও আবৃত্তি পরিবেশিত হয়।
বিডি প্রতিদিন/হিমেল