শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি পদে গণিত বিভাগের অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদার ও সাধারণ সম্পাদক পদে পুর ও পরিবেশ কৌশল বিভাগের অধ্যাপক ড. জহির বিন আলম নির্বাচিত হয়েছেন। তারা উভয়ই আওয়ামী বামপন্থী প্যানেলের সদস্য।
গত মঙ্গলবার রাতে নির্বাচন কমিশনার মোহম্মদ মহিবুল আলম এ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে আওয়ামীপন্থী শিক্ষকদের প্যানেল ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদ’ ৮টি ও আওয়ামী বামপন্থী শিক্ষকদের প্যানেল ‘মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তবুদ্ধি চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষকবৃন্দ’ ৪টি পদ পেয়েছে। তবে বিএনপি-জামাতপন্থী শিক্ষকদের প্যানেল হতে কেউ নির্বাচিত হয়নি।
নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি পদে অধ্যাপক ড. মো. আশরাফুল আলম, কোষাধ্যক্ষ পদে অধ্যাপক ড. জায়েদা শারমিন, যুগ্ম-সম্পাদক পদে সহকারী অধ্যাপক সৌরভ রায়, সদস্য পদে সহযোগী অধ্যাপক ড. মো. আশরাফুল ফেরদৌস চৌধুরী, সহকারী অধ্যাপক মো. মেহেদী হাসান নাহিদ, সহকারী অধ্যাপক এ এস এম সায়েম, প্রভাষক এস এম সাইদুর রহমান, সহকারী অধ্যাপক জাফরিন আহমেদ লিজা এবং অধ্যাপক ড. এস এম সাইফুল ইসলাম ও অধ্যাপক জহীর উদ্দিন আহমদ (যৌথভাবে ৬ষ্ঠ) নির্বাচিত হয়েছেন।
বিডি-প্রতিদিন/মাহবুব