ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এর সহ-সাধারণ সম্পাদক (এজিএস) ও ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনকে বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবে মনোনয়ন প্রদান করা হয়েছে।
বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর আর্টিক্যাল ২০(১) (এম) অনুযায়ী তাকে এই মনোনয়ন প্রদান করেন।’
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর আর্টিক্যাল ২০(১) (এম) অনুয়ায়ী সিনেটে ডাকসু মনোনীত পাঁচজন ছাত্র প্রতিনিধি থাকবে। গত বছরের ১১ মার্চ ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে দীর্ঘ ২৮ বছর পর সিনেটে পাঁচ ছাত্র প্রতিনিধি বসার সুযোগ পান। তখন ছাত্র প্রতিনিধি হিসেবে মনোনীত হন ডাকসুর ভিপি নুরুল হক, জিএস গোলাম রাব্বানী, ছাত্রলীগের তৎকালীন সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন, ঢাবি ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস, ডাকসুর সদস্য তিলোত্তমা শিকদার।
তবে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়য়ে দুর্নীতিকাণ্ডে ছাত্রলীগের তৎকালীন সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর নাম আসায় ‘ব্যক্তিগত অক্ষমতা’র কারণ দেখিয়ে গত বছরের ১৬ সেপ্টেম্বর সিনেটের সদস্যপদ থেকে অব্যাহতি নেন শোভন। সেই শূন্যস্থান পূরণে সাদ্দাম হোসাইনকে সিনেটের সদস্য মনোনীত করা হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন