গত ৮ দিন ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) রাজনীতি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আবু জাফরের খোঁজ পাওয়া যাচ্ছে না। গতকাল মঙ্গলবার শিক্ষার্থীর খোঁজ পেতে শিক্ষার্থীর বড় ভাই হাটহাজারী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
মো. আবু জাফর বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাড়ি বরিশাল জেলার গৌরনদী উপজেলায়।
জানা যায়, ৪ ফেব্রুয়ারি সাড়ে ৮ টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের বিপরীতে ফাহিম ভবন নামের কটেজ থেকে বের হয়ে আর ফিরে আসেনি।
কেউ আবু জাফরকে দেখে থাকলে তার বড় ভাই আবদুর রহমান অথবা হাটহাজারী থানায় যোগাযোগ করার অনুরোধ করেছেন তার ভাই।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন