অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট ফাইনালে ভারতকে হারিয়ে বাংলাদেশ দল চ্যাম্পিয়ন হওয়ায় তাদের অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।
বুধবার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের জয়বাংলা ভাস্কর্য থেকে বিজয় মিছিল শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার জয়বাংলা ভাস্কর্যের পাদদেশে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিবের নেতৃত্বে বিজয় মিছিলে উপস্থিত ছিল বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী।
সংক্ষিপ্ত আলোচনায় নজরুল ইসলাম বাবু বলেন, বর্তমান চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে আমাদের এই বিশ্বকাপ জয়টা ছিল খুবই চ্যালেঞ্জিং। যুবাদের এই বিশ্বজয়ে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত।
খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে রাকিবুল হাসান রাকিব বলেন, ‘তাদের জন্য আমরা সত্যিই গর্বিত। এটা দেশ, জনগণ ও খেলোয়াড়দের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। তাদের এমন অর্জনের জন্য পুরো দেশ অনেক বছর ধরে অপেক্ষায় ছিল।’
তিনি আশা প্রকাশ করেন, যুবা টাইগাররা সামনের দিনগুলোতে দেশের জন্য আরও গৌরব বয়ে আনবে।
বিডি প্রতিদিন/কালাম