বরিশাল বিএম কলেজে তিন দিনব্যাপী জীবনানন্দ মেলা-২০২০ শুরু হয়েছে। রবিবার সকাল ১১টায় বিএম কলেজ মাঠে বেলুন-ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. গোলাম কিবরিয়া। কবির ১২১তম জন্মদিন উপলক্ষে বিএম কলেজের সাংস্কৃতিক সংগঠন ‘উত্তরন’ এই মেলার আয়োজন করে।
উত্তরনের সভাপতি মো. জুবায়ের হোসেন শাহেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক আল আমিন সরোয়ার, উদীচী সভাপতি সাইফুর রহমান মিরন, কবি নজমুল হোসেন আকাশ, কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক তপন কুমার সাহা এবং ইংরেজী বিভাগের প্রভাষক সঙ্গীতা সরকার, উত্তরনের সাধারণ সম্পাদক শাকিল আহমেদ।
বক্তারা বলেন, কবি জীবনানন্দ দাশ বিএম কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক ছিলেন। তার অনন্য সৃষ্টি তাকে উচ্চ মর্যাদায় আসীন করেছে। কবি জীবনানন্দ নেই, তবে তার অমর সৃষ্টি বেঁচে আছে যুগের পর যুগ। তিনি একধারে আধুনিক কবি, অপরদিকে প্রকৃতিক কবি। নতুন প্রজন্মের মাঝে কবির সৃষ্টিকর্ম ছড়িয়ে দিতেই এই মেলার আয়োজন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে আয়োজক সংগঠন উত্তরনসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
মেলায় মোট ৩০টি স্টল রয়েছে। এর মধ্যে বই, স্টেশনারি এবং খাবার স্টল রয়েছে। বই ও স্টেশনারির স্টলে জীবনানন্দের বিভিন্ন বই পাওয়া যাচ্ছে।
প্রথম দিন সন্ধ্যায় মেলা প্রাঙ্গণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি করা হয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিনকে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।
বিডি প্রতিদিন/আল আমীন