২৯ জুন, ২০২০ ১৮:১৩

করোনাকালে শিক্ষা কার্যক্রম পরিচালনায় ডিপিএস এসটিএস স্কুলের প্রয়োজনীয় পদক্ষেপ

অনলাইন ডেস্ক

করোনাকালে শিক্ষা কার্যক্রম পরিচালনায় ডিপিএস এসটিএস স্কুলের প্রয়োজনীয় পদক্ষেপ

করোনাভাইরাস সৃষ্ট বৈশ্বিক মহামারির কারণে বিশ্বজুড়েই ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। এ প্রতিকূল সময়েও কিছু শিক্ষা প্রতিষ্ঠান ধারাবাহিক শিক্ষা কার্যক্রম চালিয়ে নিতে নানা উদ্যোগ গ্রহণ করেছে। এক্ষেত্রে রাজধানীর ডিপিএস এসটিএস স্কুল অগ্রণী ভূমিকা পালন করছে।

দেশের প্রথম শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ডিপিএস এসটিএস স্কুল শিক্ষার্থীদের অনলাইন ক্লাস সুষ্ঠুভাবে সম্পাদনে বিনামূল্যে ইন্টারনেট প্রদানের মতো উদ্যোগ গ্রহণ করেছে। করোনাভাইরাস পরিস্থিতির শুরু থেকেই শিক্ষার্থীদের ওপর এর প্রভাব কমিয়ে আনতে স্কুলটি অনলাইন শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। শিক্ষক ও অভিভাবকদের সহায়তায় এ অনলাইন ক্লাসগুলোতে ৮৫ শতাংশের বেশি শিক্ষার্থীর নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা সম্ভব হয়েছে। 

সর্বোচ্চ সহায়তা ও পরামর্শ প্রদানে শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে স্কুলটি নিয়মিত যোগাযোগ বজায় রাখছে। বৈশ্বিক মহামারির এ দুর্যোগকালীন সময়ে স্কুলের উপরোক্ত কার্যক্রম চালিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন স্কুলের শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

 

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর