১৩ আগস্ট, ২০২০ ২০:১৪

‘এ’ এবং ‘ও’ লেভেলের জুনের ফল প্রকাশ

অনলাইন ডেস্ক

‘এ’ এবং ‘ও’ লেভেলের জুনের ফল প্রকাশ

ফাইল ছবি

কেমব্রিজ ইন্টারন্যাশনাল চলতি বছরের ‘এ’ লেভেল ‘ও’ লেভেলের জুনের ফলাফল প্রকাশ করেছে। আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ ফলাফলের বিষয়ে জানানো হয়। এতে বাংলাদেশসহ ১৩৯টি দেশের প্রায় ৪ হাজার স্কুলের ৯ লাখ ৫০ হাজারেরও অধিক গ্রেড ইস্যু করা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, এ বছর বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় কেমব্রিজ ‘ও’ লেভেলের বিষয়গুলো হলো- বাংলা, ইংরেজি ভাষা ও গণিতের সিলেবাস ডি ক্যাটাগরি এবং কেমব্রিজ ইন্টারন্যাশনাল এএস; ‘এ’ লেভেলের সর্বাধিক জনপ্রিয় বিষয়গুলো হচ্ছে- গণিত, পদার্থবিজ্ঞান এবং রসায়ন। তবে এ বছর বিশ্বব্যাপী কেমব্রিজ ইন্টারন্যাশনাল এএস অ্যান্ড এ লেভেলের সবচেয়ে জনপ্রিয় বিষয়গুলো হলো- ইংরেজি (জেনারেল পেপার), গণিত এবং পদার্থবিজ্ঞান।

কেমব্রিজ এসেসমেন্ট ইন্টারন্যাশনাল এডুকেশনের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক মহেশ শ্রীবাস্তব বলেন, ‘২০২০ সাল একটি সংকটময় বছর হিসেবে পরিণত হয়েছে। যার ব্যাপক প্রভাব পড়েছে সারা বিশ্বের শিক্ষা ও শিক্ষাব্যবস্থার ওপর। বিশ্বের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় কেমব্রিজ শিক্ষার্থীরা তাদের জুন সিরিজের পরীক্ষা দিতে পারেনি। যার কারণে আমরা শিক্ষার্থীদের মূল্যায়ন করে গ্রেড প্রদানের জন্য একটি কঠোর প্রক্রিয়া তৈরি করেছি। পুরো প্রক্রিয়া জুড়ে আমরা স্কুলের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছি এবং আমাদের গ্রেডিং পদ্ধতিটি সঠিক কি না তা নিশ্চিত করার জন্য একটি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করেছি।’

কেমব্রিজ ইন্টারন্যাশনালের চিফ এক্সিকিউটিভ ক্রিস্টিন ওজডেন বলেন, ‘সংকটকালীন পরিস্থিতিতে সারা বিশ্বব্যাপী আমাদের কেমব্রিজের শিক্ষার্থীরা যাতে নিরাপদে থাকতে পারে এবং শিক্ষা ক্ষেত্রে অগ্রসর হতে পারে, সেজন্য আমার দ্রুত সময়ের মধ্যে একটি সিদ্ধান্ত গ্রহণ করেছি। কেমব্রিজ শিক্ষার্থীদের গ্রেডিং পদ্ধতিটা যাতে বিশ্বজুড়ে নিয়োগকর্তা ও বিশ্ববিদ্যালয়গুলোতে বিশ্বাসযোগ্য হিসেবে গড়ে ওঠে সেই বিষয়টি সবচেয়ে বেশি অগ্রাধিকার দেয়া হয়েছে।’

সারাবিশ্বের শিক্ষকদের সহায়তায় এ ফলাফল প্রকাশ করেছে কেমব্রিজ ইন্টারন্যাশনাল।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর