চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থীদের মেস ভাড়া সংকট নিরসনের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। এছাড়াও তারা উপাচার্য বরাবর স্মারকলিপিও দিয়েছেন।
আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্বরের সামনে সাধারণ শিক্ষার্থীবৃন্দের ব্যানারে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
মানববন্ধন থেকে শিক্ষার্থীরা তিন দফা দাবি জানান। সেগুলো হলো- অসচ্ছল শিক্ষার্থীদের তালিকা প্রণয়ন করে আর্থিক সংকট নিরসন, দশ কার্যদিবসের মধ্যে টাস্কফোর্স গঠন করে মেস ভাড়া সংকট সমাধান এবং মেস-কটেজে চুরি রোধে পদক্ষেপ গ্রহণ করা।
মানববন্ধনে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী দেওয়ান তাহমিদের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক আশরাফী নিতু, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নেতা ঋজু লক্ষ্মী অবরোধ, পাহাড়ি ছাত্র পরিষদের সাংগঠনিক সম্পাদক রোমেন চাকমা, তথ্য ও প্রচার বিষয়ক সম্পাদক রোনাল চাকমা ও লোকপ্রশাসন বিভাগের ছাত্র নিলয়।
বিডি প্রতিদিন/ আবু জাফর