২৬ অক্টোবর, ২০২০ ১৩:২৭

রাবির ‘দুর্নীতিবাজ’ ভিসির অপসারণ চেয়ে ছাত্রদলের বিক্ষোভ

রাবি প্রতিনিধি

রাবির ‘দুর্নীতিবাজ’ ভিসির অপসারণ চেয়ে ছাত্রদলের বিক্ষোভ

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের প্রতিবেদনে প্রমাণিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ‘দুর্নীতিবাজ’ উপাচার্য প্রফেসর আব্দুস সোবহানের অপসারণের চেয়ে বিক্ষোভ করেছে ছাত্রদল।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে উপাচার্যের পদত্যাগ দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। মিছিলটি কাজলা এলাকায় পৌঁছালে পুলিশ তাদের ধাওয়া দেয়। এসময় মিছিলটি ছাত্রভঙ্গ হয়ে যায়। পরে ধাওয়া করে ছাত্রদল এক কর্মীকে আটক করে পুলিশ। 

গত ২০ ও ২১ অক্টোবর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহানের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ইউজিসি তদন্ত প্রতিবেদন জমা দেয়।

এ বিষয়ে রাবি ছাত্রদলের যুগ্ন সম্পাদক সুলতান আহমেদ রাহী বলেন, ইউজিসির তদন্তে প্রমাণিত দুর্নীতিবাজ ভিসির আমরা অপসারণ চাই। ভিসিসহ সকল দুর্নীতিবাজদের শাস্তিও নিশ্চিত করতে হবে।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর