সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট (মার্কসবাদী) বলেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাসংক্রান্ত সিদ্ধান্ত নেয়া বা প্রস্তাব দেয়ার কোনো আইনগত এখতিয়ার ডিনস কমিটির নেই। ডিনস কমিটি ভর্তি পরীক্ষাসংক্রান্ত সিদ্ধান্ত বা প্রস্তাব দিয়ে থাকলে তা আইনসম্মত নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা কাঠামোতে ডিনস কমিটি নামে কোনো কিছুর আইনগত কোনো অস্তিত্ব নেই। এটা ডিনদের কার্যাবলি সমন্বয়ের একটি অনানুষ্ঠানিক ফোরাম ছাড়া অন্য কিছু নয়।
সোমবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এ দাবি করেছেন ছাত্রফ্রন্টের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সালমান সিদ্দিকী ও সাধারণ সম্পাদক প্রগতি বর্মণ তমা।
গতকাল রবিবার সকালে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির সভায় আগামী শিক্ষাবর্ষ থেকে পাঁচটি ইউনিটের পরিবর্তে তিনটি ইউনিটের আওতায় ভর্তি পরীক্ষা নেয়ার পরিকল্পনার কথা জানান উপাচার্য মো. আখতারুজ্জামান। তবে চলতি শিক্ষাবর্ষে (২০২০-২১) আগের নিয়মেই পাঁচটি ইউনিটের আওতায় পরীক্ষা নেয়া হবে।
সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের বিবৃতিতে আরও বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ ১৯৭৩-এর ২৫ অনুচ্ছেদ অনুযায়ী, পরীক্ষাসংক্রান্ত সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার শুধু একাডেমিক কাউন্সিলের। তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক সিদ্ধান্তে ডিনস কমিটি নামক বিধিবহির্ভূত কাঠামোর অযাচিত হস্তক্ষেপ-প্রচেষ্টার নিন্দা জানাচ্ছি।
বিডি প্রতিদিন/ফারজানা