করোনা ভাইরাসের টিকা নিশ্চিত করতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সকল শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীর কাছে প্রয়োজনীয় তথ্য চেয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। জরুরি ভিত্তিতে আগামী ৭ কার্য দিবসের মধ্যে নির্ধারিত গুগল ফর্মে নিবন্ধন করতে বলা হয়েছে।
রবিবার রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মু. আতাউর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, কোভিড-১৯ ভ্যাক্সিন প্রদানের লক্ষ্যে ইউজিসি ও স্বাস্থ্য মন্ত্রণালয়ে জরুরি ভিত্তিতে তালিকা পাঠানো হবে। সেই লক্ষ্যে আগামী ৭ কার্য দিবসের মধ্যে নির্ধারিত গুগল ফর্মে আবেদন করতে হবে। গুগল ফর্মের লিংক বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার