সেপ্টেম্বর মাসের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবি জানিয়েছে বামপন্থী ছাত্র সংগঠনগুলো। বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত এক ছাত্র সমাবেশে এ দাবি জানায় সংগঠনগুলোর নেতারা। এসময় তারা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাশাপাশি দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন নিশ্চিতের দাবিও জানান।
সমাবেশে ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাহিদ সুজন বলেন, বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী বিশ্ববিদ্যালয় খোলা রেখেই শিক্ষার্থীদের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। কিন্তু সরকার শিক্ষার্থীদের বাসায় রেখে অন্য সব চালাচ্ছে। এর কারণ সরকার শিক্ষার্থীদের প্রতি সংবেদনশীল না।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সালমান সিদ্দিকী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠাগুলো দেড় বছর ধরে বন্ধ। শিক্ষার্থীরা মানসিক অসুস্থ হয়ে পড়ছে। অথচ সরকার বলছে, ছাত্রদের কথা ভেবে তারা শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখেছেন।
সভাপতির বক্তব্যে ছাত্র ইউনিয়নের সহ-সভাপতি অনিক রায় বলেন, সেপ্টেম্বরের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান না খুললে আমরা ক্যাম্পাসে ক্যাম্পাসে ক্লাস করব। রাজু ভাস্কর্যে, অপরাজেয় বাংলায় ক্লাস করবো। আর যদি প্রয়োজন পড়ে তাহলে ক্লাস রুমের দরজার তালা ভেঙে আমরা ক্লাস শুরু করব। আগামী ১৭ সেপ্টেম্বরের মধ্যে যদি শিক্ষা প্রতিষ্ঠান খোলার ঘোষণা না আসলে ১৭ সেপ্টেম্বর জাতীয় শিক্ষা দিবসে গণসমাবেশ করার ঘোষণাও দেন তিনি।
ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মিতু সরকারের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন পাহাড়ী ছাত্র পরিষদের সভাপতি দেবাশিষ চাকমা, বিপ্লবী ছাত্রমৈত্রীর সাধারণ সম্পাদক দিলীপ রায় প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই