হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়ি ও উপাসনালয়ে হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক আতিকুর রহমান।
আজ সোমবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের জয়বাংলা ভাস্কর্যের সামনে চোখে কালো কাপড় বেঁধে একাই এ প্রতিবাদ কর্মসূচি পালন করেন।
আতিকুর রহমান জানান, কয়েকদিন ধরে হিন্দু সম্প্রদায়ের ওপর যে হামলা হচ্ছে, আমি ব্যক্তিগতভাবে আমার জায়গা থেকে এটার প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে তাদের ওপর যে হামলা হয়েছে দোষীদের খুঁজে বের করে শাস্তি দেওয়া এবং হিন্দু সম্প্রাদায়ের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারকে অনুরোধ জানাচ্ছি।
বিডি প্রতিদিন/ফারজানা