সোনালী ব্যাংক লিমিটেডের সঙ্গে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অনুকূলে ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে হোলসেল ভিত্তিতে ৫০০ কোটি টাকার ঋণ প্রদান বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার বিকেলে বুয়েটের কাউন্সিল ভবনে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার ও উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল জব্বার খাঁন, সোনালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজার সুভাস চন্দ্র দাস, এফসিএমএ ও ঢাকা জি. এম অফিসের জেনারেল ম্যানেজার বাবুল মোহাম্মদ আলম।
সমঝোতা স্মারকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কম্পট্রোলার জসিম উদ্দিন আকন্দ, এফসিএমএ ও সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোরশেদুল কবির নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।
উক্ত অনুষ্ঠানে বুয়েটের ডীন, বিভাগীয় প্রধান, রেজিস্ট্রার, সোনালী ব্যাংক, বুয়েট শাখার অ্যাসিস্টেন্ট জেনারেল ম্যানেজার কাজী হূমায়ুন কবির ও দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই