রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ২৬তম সম্মেলনের দাবিতে ক্যাম্পাসে মহড়া ও অবস্থান কর্মসূচি করেছে পদপ্রত্যাশী ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় ক্যাম্পাসের চার শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিল।
মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে মহড়া শেষে পরিবহন মার্কেটে অবস্থান করেন তারা। এসময় নতুন কমিটি বিষয়ে বর্তমান কমিটির উদাসীনতায় হতাশা প্রকাশ করেন পদপ্রত্যাশীরা।
নতুন কমিটি না হওয়ায় হতাশা প্রকাশ করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আসাদুল্লাহিল গালিব বলেন, নতুন কমিটি না হওয়ায় আমরা খুবই হতাশ। কেননা, আমরা যখনই সম্মেলনের কথা বলি, ঠিক তখনই সভাপতি-সাধারণ সম্পাদক হল সম্মেলনের কথা বলে বিগত ৫ বছর থেকে বিভিন্ন টালবাহানা করে আসছেন। আমাদের অনেক নেতাকর্মী দীর্ঘদিন ধরে রাজনীতি করছে। কিন্তু এখন পর্যন্ত তাদের কোনো রাজনৈতিক পরিচয় নেই।
তাছাড়া অনেকেই পড়াশুনা শেষ করে ক্যাম্পাস ছেড়েছে। আমি চাই খুব দ্রুত ২৬তম সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন হোক। যার মাধ্যমে আমাদের অনেক নেতাকর্মী ছাত্রলীগের একটা পদ পাবে বলে জানান তিনি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মেসবাহুল ইসলাম বলেন, বঙ্গবন্ধুর রক্ত ঋণে আবদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ উপমহাদেশের নেতৃত্ব তৈরির অন্যতম কারিগর। বর্তমান কেন্দ্রীয় ছাত্রলীগ নেতৃত্বের বিকাশের জন্য তার অধীনস্ত বিভিন্ন ইউনিটের কমিটি দিচ্ছে। সেই ধারাবাহিকতায় রাবি ছাত্রলীগের কমিটির মেয়াদ ৪ বছর পেরিয়ে যাওয়ায় বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত শিক্ষার্থীদের দাবি, আকুতি ও হতাশার প্রতি আমাদের দায়বদ্ধতা থেকে আমরা ২৬তম সন্মেলনের জন্য ক্যাম্পাসে বিভিন্ন শান্তিপূর্ণ কর্মসূচি হাতে নিয়েছি।
ক্যাম্পাসে মহড়া দেওয়ার সময় পদপ্রত্যাশীদের মধ্যে উপস্থিত ছিলেন কমিটির সহ-সভাপতি কাজী আমিনুল ইসলাম লিংকন, মো. মেজবাহুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. শাহিনুল ইসলাম সরকার (ডন), সাংগঠনিক সম্পাদক এনায়েত রাজু, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আসাদুল্লাহিল গালিব, উপ-ধর্মবিষয়ক সম্পাদক তাওহীদ দুর্জয়, সহ-সম্পাদক সাদেকুল ইসলাম সাদিক ও আহমেদ হিমেল প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই