সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে (এসইইউ) মহান বিজয় দিবস ২০২১ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএফএম মফিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স বিভাগের অধ্যাপক ও খ্যাতিমান নাট্য ব্যক্তিত্ব্য ড. ইসরাফিল শাহীন।
বিশেষ অতিথি ছিলেন ম্যাড থেটার এর গবেষক, জনপ্রিয় অভিনেত্রী ও আবৃত্তি শিল্পী সোনিয়া হাসান। এতে বক্তব্য রাখেন এসইইউ’র বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা অধ্যাপক ড. এএনএম মেশকাত উদ্দীন এবং স্কুল অব আর্টস এন্ড সোস্যাল সাইন্সেস এর ডিন অধ্যাপক ড. এমএ হাকিম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএম